New Update
/anm-bengali/media/media_files/XBXPCcR6thOxSxc0TkmO.jpg)
নিজস্ব সংবাদদাতাঃ বার্লিনের অলিম্পিয়াস্টাডিয়নে টুর্নামেন্টের ফাইনাল ম্যাচে ইংল্যান্ডকে ২-১ গোলে হারিয়ে নিকো উইলিয়ামস ও মিকেল ওইয়ারজাবালের জোড়া গোলে ইউরো ২০২৪ জিতেছে স্পেন।টুর্নামেন্টের ২০২৪ আসরে অপরাজিত থেকে মর্যাদাপূর্ণ ট্রফি ঘরে তুলেছে স্পেন।
এদিকে দুটি ইউরো ফাইনালে হেরে ট্রফি খরা কাটাতে তাদের অপেক্ষা অব্যাহত থাকার পর থ্রি লায়ন্সদের জন্যও একই অনুভূতি ছিল। প্রথমার্ধে যে চাপ তৈরি করেছিল স্পেন, দ্বিতীয়ার্ধের শুরুতেই তার পুরস্কার মেলে। ডান দিকে কার্ভাহালের থেকে গোলের মুভ শুরু হয়। লামিনে ইয়ামালের কাছে বল আসতেই জায়গা বানান। সঠিক লোক খোঁজেন। আনমার্কড নিকো উইলিয়ামসকে পাস বাড়ান। আর সেই বলে কোনও ভুল করেননি বিলবাওয়ের নিকো উইলিয়ামস। অবশেষে ইংল্যান্ডের ধৈর্যের ওয়াল ভেঙে গোল।
/anm-bengali/media/agency_attachments/IpyOoxt2orL626OA8Tlc.png)
Follow Us