সৌরভ গাঙ্গুলী: এই মুহূর্তের বড় খবর

কলকাতা: জন্মদিনে সৌরভ গাঙ্গুলী বললেন, “বিশেষ কিছু নয়, ঈশ্বর দয়ালু ছিলেন” | দলের জয় নিয়ে প্রশংসা শুবমান, পন্থদের।

author-image
Aniket
New Update
Screenshot 2025-07-08 11.11.45 PM

নিজস্ব সংবাদদাতা: ৫৩তম জন্মদিনে প্রাক্তন ভারত অধিনায়ক সৌরভ গাঙ্গুলী জানালেন, এই দিনটি তাঁর কাছে কোনও বিশেষ তাৎপর্য বহন করে না। সংবাদমাধ্যমকে সংক্ষিপ্ত প্রতিক্রিয়ায় তিনি বলেন, “বিশেষ কিছু নয়, এটা শুধুই একটা জন্মদিন... ঈশ্বর দয়ালু ছিলেন।”

ভারতীয় দলের সাম্প্রতিক সাফল্য নিয়েও তিনি উচ্ছ্বাস প্রকাশ করেন। ইংল্যান্ডের বিরুদ্ধে দ্বিতীয় টেস্টে ৩৩৬ রানের জয়ে দলের পারফরম্যান্স নিয়ে সৌরভ বলেন, “টিম ইন্ডিয়া ভালো খেলেছে। এটা একটা দুর্দান্ত দল। শুবমান গিল অসাধারণ ছিল, ঋষভ পন্থও দুর্দান্ত। যশস্বী জয়সওয়াল, ফাস্ট বোলাররা, জাডেজা—সবাই পারফর্ম করেছে। এটা একটা দারুণ দলগত প্রয়াস ছিল। ভালো লাগছে যখন ছোটরাই দাঁড়িয়ে ম্যাচ জেতায়।" সৌরভের এই মন্তব্যে স্পষ্ট, তিনি বর্তমান ভারতীয় দলের আত্মবিশ্বাস ও তরুণ প্রজন্মের পারফরম্যান্সে যথেষ্ট আশাবাদী।