পুষ্পাঞ্জলি থেকে প্রতিমা দর্শন, মহাষ্টমীর আনন্দে মজে থাকেন সৌরভ গাঙ্গুলি

লর্ডসের মাঠে দাদাগিরি ছাড়াও নিজের পাড়ার পুজো মন্ডপে দাদা থাকলেই দাদাগিরি হবে এমনটা তো স্বাভাবিক। এই দাদা বাংলার মহারাজ সৌরভ গাঙ্গুলি।

New Update
sourabpuja

নিজস্ব সংবাদদাতা: পুজোয় আর পাঁচজন বাঙালির মতোই ঠাকুর দেখতে, খাওয়াদাওয়া করতে ভালবাসেন বাংলার মহারাজ সৌরভ গাঙ্গুলি। ক্রিকেটের পাশাপাশি ওই কয়েকদিন সেই সঙ্গে ভালবাসেন ঢাকের বোল, ধুনুচি নাচ। মহাষ্টমীর দিন সকাল থেকে পুজোর আনন্দে মাতোয়ারা হয়ে যান সৌরভ। সকালে অঞ্জলি দেন নিজের পাড়ার পুজো বড়িশা প্লেয়ার্স কর্নারে।