পাঁচ উইকেট আশার, ঘরের মাঠে জিতল আরসিবি

আরসিবি-কে নিয়ে জানা গেল বড় খবর।

New Update
মল,

ফাইল চিত্র

নিজস্ব সংবাদদাতাঃ ২০২৪ মহিলা প্রিমিয়ার লিগের ম্যাচগুলো এবার শেষ ওভার পর্যন্ত রোমাঞ্চ গড়াচ্ছে। শুক্রবার টুর্নামেন্টের প্রথম দিনই মুম্বই ইন্ডিয়ান্স এবং দিল্লি ক্যাপিটালসের মধ্যে রুদ্ধশ্বাস একটি ম্যাচ হয়েছে। শনিবারও একই ঘটনার পুনরাবৃত্তি। টানটান উত্তেজনার ম্যাচে ইউপি ওয়ারিয়র্জকে ২ রানে হারাল রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালোর। 

Add 1

শেষ ওভারে ম্যাচ জিততে ইউপি ওয়ারিয়র্জের দরকার ছিল ১১ রান। বল করতে এসেছিলেন সোফি মোলিনাক্স। ক্রিজে ছিলেন তখন সোফি একলেস্টোন এবং দীপ্তি শর্মা। তাঁরা দু'জনে মিলে ৮ রান করলেও, জয়ের দরজায় দলকে নিয়ে যেতে পারেননি। মাত্র ২ রানে জয় ছিনিয়ে নেয় আরসিবি।

cityaddnew

শোভনা আশা আরসিবি-র জয়ের রাস্তা আগেই সুগম করেছিলেন। একাই ৫ উইকেট নিয়ে ইতিহাস লিখেছেন শোভনা। তিনি প্রথম ভারতীয় বোলার হিসেবে মহিলা প্রিমিয়ার লিগে এক ইনিংসে ৫ উইকেট নেওয়ার নজির গড়লেন। 

স