রোয়িংয়ে দুরন্ত পারফরমেন্স, মূল রহস্য কি?

এশিয়ান গেমসের মতন মঞ্চে রোয়িংয়ে একেবারে বাজিমাত করলেন ভারতীয় রোয়াররা।

author-image
Atreyee Chowdhury Sanyal
New Update
india-rowing-gold-759.jpg

File Picture

নিজস্ব সংবাদদাতা: হাংঝাউ এশিয়ান গেমসে রোয়িংয়ে দুর্দান্ত ফল করেছে ভারতীয় দল। একের পর এক পদক জিতেছে ভারতীয় দল। কোন জাদুবলে এই পরিবর্তন? হঠাৎ এমন কী হল যে এশিয়ান গেমসের মতন মঞ্চে রোয়িংয়ে একেবারে বাজিমাত করলেন ভারতীয় রোয়াররা। টেলউইন্ড, হেডউইন্ড, স্ট্রোক রেট, ওর অ্যাঙ্গেল, আর্ক অ্যাঙ্গেলস, ফোর্স অ্যাপ্লিকেশন – এই টার্ম গুলোর সঙ্গে ভারতীয় ক্রীড়া জগতের সমর্থকদের অনেকের হয়তো প্রথমবার পরিচয় হচ্ছে। কিন্তু এই টার্ম বা বলা ভালো এই কয়েকটি জিনিসের উপর দাঁড়িয়েই রোয়িংয়ে বাজিমাত করেছে ভারত।

টোকিও অলিম্পিক গেমসে ভারতীয় সেনার দুই সুবেদার অরুন লাল জাট এবং অরবিন্দ সিং ১১ তম স্থানে শেষ করেছিলেন। তারাই এবার এশিয়াডে লাইটওয়েট ডাবল স্কালে বাজিমাত করেছেন। ৬.২৮.১৮ সময়ে তারা রেস শেষ করে দ্বিতীয় স্থান সুনিশ্চিত করে রুপো জয় নিশ্চিত করেছেন। পাশাপাশি পুরুষদের পেয়ারে অর্থাৎ জোড়ায় বাবুলাল এবং লেখরাম পেয়েছেন ব্রোঞ্জ।