New Update
/anm-bengali/media/media_files/CTnlj0wjF2qdg1WcUy48.jpg)
নিজস্ব সংবাদদাতা: মুম্বাই ইন্ডিয়ান্স ইতিমধ্যে রোহিত শর্মাকে অধিনায়কত্ব থেকে সরিয়ে দিয়েছে। এরপরেই জল্পনা ছড়িয়ে পড়েছে ২০২৪- এ কি শেষ বারের মতো আইপিএল খেলতে মাঠে নামবেন রোহিত শর্মা? ২০২৫ সালে আইপিএল টুর্নামেন্টের মেগা নিলাম আয়োজন করা হবে। ক্রিকেট বিশেষজ্ঞরা দাবি করছেন সেই ২০২৫ সালের ভাবনায় হিটম্যানকে আর রাখবে না মুম্বাই ইন্ডিয়ান্স। সেক্ষেত্রে রোহিত আর আইপিএল খেলবেন কিনা সেটাই ভাবাচ্ছে সমর্থকদের।
/anm-bengali/media/media_files/WbHH0Wlrtr7ktoPk5ILR.jpg)
/anm-bengali/media/agency_attachments/IpyOoxt2orL626OA8Tlc.png)
Follow Us