ইতিহাস, ১ বলে ১৮ রান

এক বলে হল ১৮ রান। ক্রিকেটের ইতিহাসে হল এক নজির। সেটাও আবার ভারতে।

author-image
Pritam Santra
New Update
tnpl

নিজস্ব সংবাদদাতাঃ এক বলে কত রান করা যায়? সর্বোচ্চ ৬ রান বা নো বল হলে ১০ বা ১২ রান। কিন্তু ইতিহাস গড়ল তামিলনাড়ু প্রিমিয়ার লিগে। এই লিগে এক বলে ১৮ রান হয়েছে। আপনি নিশ্চয়ই এখন ভাবছেন এটা কি করে সম্ভব? ম্যাচ চলছিল সালেম স্পার্টানস ও চেপক সুপার গিলিসের মধ্যে। এই ম্যাচের প্রথম ইনিংসের শেষ বলে ১৮ রান করেন তিনি। প্রথমে বোলিং করছিল সালেম স্পার্টানস দল। চেপক সুপার গিলিস ১৯ ওভারে ৫ উইকেট হারিয়ে ১৯১ রান তোলে। এরপর সালেমের কাছ থেকে ইনিংসের শেষ ওভারে বোলিং করতে আসেন দলের অধিনায়ক অভিষেক তানওয়ার। অভিষেকও তার ওভারের ৫ বলে মাত্র ৮ রান দেন। শেষ বলে স্ট্রাইকে দাঁড়িয়ে থাকা ব্যাটসম্যান সঞ্জয় যাদবের স্টাম্প উড়িয়ে দেন তিনি। তানওয়ারও উদযাপন করতে শুরু করেছিলেন কিন্তু আম্পায়ার বলটিকে নো বল দিয়েছিলেন। নো বল মানেই ফ্রি হিট, যার ওপর ছক্কা মেরেছিলেন সঞ্জয় যাদব। কিন্তু আশ্চর্যজনকভাবে বলটি আবার নো বল হয়েছিল। আবার পরের বলটিও নো বল হয়, তার ওপর ২ রান। এর পরেই ওয়াইড বল করেন অভিষেক। অভিষেক শেষ বলে ৩টি নো বল ও ১টি ওয়াইড বল করে ১৮ রান দিয়েছেন।