/anm-bengali/media/media_files/SUf5LvVMGsFoVipQlDmM.webp)
File Picture
নিজস্ব সংবাদদাতা: রেকর্ড গড়তে প্রয়োজন ছিল মাত্র ১ উইকেটের। কানপুরে সোমবার প্রথম ইনিংসের বলে ১ উইকেট নিয়েই টেস্টে ৩০০ উইকেটের মাইল ফলক স্পর্শ করলেন রবীন্দ্র জাদেজা।
/anm-bengali/media/media_files/WY8WIJMO346zmccYtKJj.jpg)
সোমবার বল হাতে শুরু থেকেই বাংলাদেশের ব্যাটারদের দ্রুত ফেরানোর রণকৌশল নেন ভারতীয় বোলাররা। বুমরাহ-সিরাজদের দাপটে দ্রুত উইকেট হারাতে থাকে বাংলাদেশ।
Congratulations @imjadeja for completing 300 wickets in Test match cricket. Your discipline and consistency with the ball have been pivotal in India's dominant run in the longest format of the game! 🇮🇳#INDvBANpic.twitter.com/U8u9eeFuf0
— Jay Shah (@JayShah) September 30, 2024
একটা সময় ৯ উইকেটও পড়ে যায় বাংলাদেশের। কিন্তু জাদেজা তখনও কোনও উইকেট সংগ্রহ করতে পারেননি। তবে চেন্নাইতে না পারলেও ঐতিহ্যের কানপুরেই টেস্টে ৩০০ উইকেটের মাইল ফলক স্পর্শ করলেন জাদেজা।
বাংলাদেশের শেষ ব্যাটার খালেদ আহমেদকে আউট করার সঙ্গে সঙ্গেই টেস্টে ৩০০ উইকেট হয়ে গেল জাদেজার। তৃতীয় ভারতীয় হিসেবে টেস্টে ৩ হাজার রান এবং ৩০০ উইকেটের মাইল ফলক স্পর্শ করলেন জাড্ডু। এর আগে কপিল দেব ও আর অশ্বিনের এই রেকর্ড আছে। সোমবার এক উইকেট নিলেও একগুচ্ছ রেকর্ড ও নজির গড়লেন স্যার জাদেজা। বিগত কয়েক বছর ধরেই ভারতীয় দলের অন্যতম সেরা অল রাউন্ডারের নাম রবীন্দ্র জাদেজা। টেস্ট হোক বা সীমিত ওভারের ম্যাচ, বেশিরভাগ ম্যাচেই ব্যাট-বল হাতে কার্যকরী ভূমিকা নিয়েছেন সৌরাষ্ট্রের এক ক্রিকেটার। তাই তো তাঁর এই সাফল্যে তাঁকে শুভেচ্ছা জানিয়েছেন বিসিসিআই প্রেসিডেন্ট জয় শাহ।
/anm-bengali/media/media_files/aoyCAGIMJ6hmn8cNOa5u.webp)
/anm-bengali/media/agency_attachments/IpyOoxt2orL626OA8Tlc.png)
Follow Us