/anm-bengali/media/media_files/anKjmBPYaWqjhswUCYjO.jpg)
নিজস্ব সংবাদদাতাঃ গুজরাটে আবারও অকাল বৃষ্টির আশঙ্কা রয়েছে। ২৮ এবং ২৯ তারিখে সৌরাষ্ট্র, উত্তর গুজরাট এবং মধ্য গুজরাটে অকাল বৃষ্টিপাতের পূর্বাভাস রয়েছে। সৌরাষ্ট্র, উত্তর ও মধ্য গুজরাটে ভারী বৃষ্টি হতে পারে বলে আবহাওয়া দফতরের পক্ষ থেকে জানানো হয়েছে। পশ্চিমী ঝঞ্ঝা ও ঘূর্ণিঝড়ের কারণে গুজরাটের বায়ুমণ্ডলে পরিবর্তন এসেছে। যার কারণে গুজরাটের অনেক জেলায় বৃষ্টির পূর্বাভাস দেওয়া হয়েছে। উপকূলীয় এলাকায় ভারী বাতাস বয়ে যাওয়ার সম্ভাবনা রয়েছে। এ কারণে মৎস্যজীবীদের দুই দিন সমুদ্রে না যাওয়ার নির্দেশ দিয়েছে আবহাওয়া দফতর। বৃষ্টির কারণে শুরু হতে পারে চেন্নাই সুপার কিংস বনাম গুজরাট টাইটান্সের মধ্যেকার ফাইনাল ম্যাচ।
🚨 Update
— IndianPremierLeague (@IPL) May 28, 2023
It's raining 🌧️ in Ahmedabad & the TOSS has been delayed!
Stay Tuned for more updates.
Follow the match ▶️ https://t.co/IUkeFQS4Il#TATAIPL | #Final | #CSKvGTpic.twitter.com/eGuqO05EGr
/anm-bengali/media/agency_attachments/IpyOoxt2orL626OA8Tlc.png)
Follow Us