নিজস্ব সংবাদদাতাঃ কংগ্রেস (Congress) নেতা রাহুল গান্ধী (Rahul Gandhi) সোমবার রাতে ট্রাকে করে আম্বালা থেকে চণ্ডীগড় পর্যন্ত ৫০ কিলোমিটার পথ অতিক্রম করেছেন। বিকেলে গাড়িতে করে দিল্লি (Delhi) থেকে সিমলার (Shimla) উদ্দেশ্যে রওনা দিয়েছিলেন তারা। মাঝখানে ট্রাকে ওঠেন। দলীয় কর্মীরা জানিয়েছেন, রাহুল গান্ধী তার ৫০ কিলোমিটার যাত্রার সময় ট্রাক চালকদের সঙ্গে আলোচনা করেছেন এবং তাদের সমস্যার কথা শুনেছেন। রাহুল ট্রাকটিকে আম্বালা শহরের শ্রী মানজি সাহেব গুরুদ্বারে থামতে বলেছিলেন। এরপর তিনি গুরুদুয়ারায় শ্রদ্ধা নিবেদন করেন। এর পরে তিনি কয়েকজন কংগ্রেস কর্মীর সঙ্গেও কথা বলেন।