New Update
/anm-bengali/media/media_files/SKiLXs1V4uuMaoGkq22I.jpg)
নিজস্ব সংবাদদাতাঃ রাফায়েল লিয়াও (Rafael Leao) এসি মিলানের (AC Milan) সাথে চুক্তির মেয়াদ বাড়াতে সম্মত হয়েছেন বলে আন্তর্জাতিক ফুটবলমহলে গুঞ্জন। ক্লাবটি আশা করছে যে তিনি আগামী সপ্তাহে নতুন চুক্তির বিষয়ে কাগজে কলম সম্মতি জানাবেন। বৃহস্পতিবার রাতে এক বৈঠকে লিয়াও ও মিলানের মধ্যে মৌখিক সমঝোতা হয়েছে বলে শোনা গিয়েছে। সান সিরোতে প্রতি মরসুমে ১.৫ মিলিয়ন ইউরো উপার্জন করেন ২৩ বছর বয়সী এই খেলোয়াড়। যেখানে তার বর্তমান চুক্তির মেয়াদ ২০২৪ সালের জুনে শেষ হবে।
/anm-bengali/media/agency_attachments/IpyOoxt2orL626OA8Tlc.png)
Follow Us