New Update
/anm-bengali/media/media_files/a0aW38g1xNcc5h89KSK4.jpg)
নিজস্ব সংবাদদাতাঃ প্যারিস সেইন্ট জার্মেইন (PSG) ভিক্টর ওসিমহেনকে (Victor Osimhen) মোটা অংকের অফার দিতে চলেছে বলে মনে করা হচ্ছে। যার ফলে সমস্যায় পড়তে পারে চেলসি (Chelsea)। চলতি গ্রীষ্মে ২৪ বছর বয়সী এই ফুটবলারের জন্য ১৫০ মিলিয়ন ইউরো (১৩৩ মিলিয়ন পাউন্ড) দর দিতে চলেছে ফরাসি ক্লাবটি। চেলসিও এই ফরোয়ার্ডে দলে নিতে সর্বশক্তি দিয়ে ঝাঁপাবে বলে ফুটবল প্রেমীদের অনেকে মনে করছেন। তবে অর্থ এবং সাম্প্রতিক ট্রেন্ডের বিচারে ফুটবল বোদ্ধাদের একাংশ আপাতত পিএসজিকেই এগিয়ে রাখছেন।
/anm-bengali/media/agency_attachments/IpyOoxt2orL626OA8Tlc.png)
Follow Us