New Update
/anm-bengali/media/media_files/HF4sdaANqEyaVMYACTXj.jpg)
File Picture
নিজস্ব সংবাদদাতা: সোমবারটা বেশ ভালোই কেটেছে ভারতের। এশিয়ান গেমসে এসেছে জোড়া স্বর্ণপদক। বেশ কিছু ইভেন্টে ফাইনালে উঠেছে ভারত। এরই মধ্যে বাংলার কন্যা দিল বিশেষ উপহার। জিমন্যাস্টে দেখালেন বিরাট চমক।
বাংলার মেয়ে জিমন্যাস্ট প্রণতি নায়েক, সোমবারই পৌঁছে গেলেন চলতি এশিয়ান গেমসের ভল্টের ফাইনালে। ভল্টের পাশাপাশি তিনি এদিন অলরাউন্ড বিভাগের ফাইনালেও কোয়ালিফাই করেছেন। ২৩ সেপ্টেম্বর নিজের অভিযান শুরু করেছিলেন প্রণতি নায়েক। আর ২৫ সেপ্টেম্বরই তা পূর্ণতা পেল ফাইনালে পৌঁছানোর মধ্যে দিয়ে।
/anm-bengali/media/agency_attachments/IpyOoxt2orL626OA8Tlc.png)
Follow Us