প্যারা অ্যাথলেটিক্সদের জন্য এবার ‘চলো দৌড়াই’

প্রথমবারের মতো ইভেন্টের স্থানান্তর হচ্ছে রেড রোড, ময়দানে।

author-image
Atreyee Chowdhury Sanyal
New Update
527fb111338b7dae82b965d95f80aa3f

File Picture

নিজস্ব সংবাদদাতা: কলকাতা প্রস্তুত আরেক দৌড় উৎসবের জন্য। বিলাসবহুল বেসরকারি হোটেল সংস্থা স্পোর্টিজ আয়োজন করতে চলেছে তাদের জনপ্রিয় কলকাতা ম্যারাথনের দশম সংস্করণ। ইতিমধ্যেই শুরু হয়ে গিয়েছে অনলাইন নিবন্ধন। একদিন একটি ছোট্ট ট্রায়াল রান থেকে শুরু হওয়া এই উদ্যোগ আজ রূপ নিয়েছে কলকাতার অন্যতম বড় ‘রানিং ফেস্টিভ্যাল’-এ।

এবারের বিশেষত্ব—প্রথমবারের মতো ইভেন্টের স্থানান্তর হচ্ছে রেড রোড, ময়দানে। আয়োজকরা বলছেন, এক দশকের সহনশীলতা, ঐক্য ও সামাজিক দায়বদ্ধতার প্রতীক হয়ে উঠেছে এই ম্যারাথন। এবারের মূল স্লোগান, “চলো দৌড়াই”।

ব্র্যান্ড অ্যাম্বাসেডর হিসেবে থাকছেন ফিটনেস আইকন মিলিন্দ সোমান ও তাঁর স্ত্রী অঙ্কিতা কোনোয়ার। তাঁদের উপস্থিতি বহু মানুষকে ফিটনেসের দিকে আকৃষ্ট করবে বলে আশাবাদী আয়োজকরা।

867429c7-adde-48ce-b6d8-f9d8a52c30a2

শুধু স্বাস্থ্য ও আনন্দ নয়, এবারের আয়োজনের আয় থেকে সংগৃহীত অর্থ যাবে ভারতীয় প্যারা অ্যাথলিটদের সহায়তায়। যারা আগামী ২৭ সেপ্টেম্বর থেকে ৫ অক্টোবর পর্যন্ত নয়াদিল্লিতে অনুষ্ঠিত ওয়ার্ল্ড প্যারা অ্যাথলেটিক্স চ্যাম্পিয়নশিপে দেশকে প্রতিনিধিত্ব করবেন।

৩০ নভেম্বর কলকাতা দৌড়াবে নিজেদের প্যারা অ্যাথলিটদের জন্যও, দেশের জন্যও। এই মাইলফলক সংস্করণে থাকছে একগুচ্ছ নতুন ক্যাটাগরি:

১ হাফ ম্যারাথন (২১.১ কিমি) – ১৮ বছরের ঊর্ধ্বে দৌড়বিদদের জন্য।

২ এলিট 10K – যোগ্যতা ও আমন্ত্রণ ভিত্তিক পেশাদার দৌড়।

৩ ওপেন 10K – ১৩ বছরের ঊর্ধ্বে অ্যামেচার দৌড়বিদদের জন্য টাইমড দৌড়।

৪ 5K – ফিলস লাইক জয় রান – ১৩ বছরের ঊর্ধ্বে সকলের জন্য নন-টাইমড মজার দৌড়।

৫ স্পেশাল হিরোজ 3K – প্রতিবন্ধী অংশগ্রহণকারীদের জন্য নন-টাইমড দৌড়।

৬ কসপ্লে রান – প্রিয় চরিত্রের সাজে দৌড়ানোর অনন্য আয়োজন।

আগামী ৩০ নভেম্বর কলকাতার রেড রোডে হতে চলেছে এই বিশেষ ম্যারাথন প্রতিযোগিতা।