ভারত বিরোধী স্লোগান! মধ্যমাকাণ্ডে মুখ খুললেন গম্ভীর

এশিয়া কাপে ধারাভাষ্য দিতে এখন শ্রীলঙ্কায় আছেন গম্ভীর।

New Update
ম

নিজস্ব সংবাদদাতাঃ সোশ্যাল মিডিয়ায় এখন গৌতম গম্ভীরের গ্যালারিতে বসে থাকা দর্শকদের দিকে মধ্যমা দেখানোর ভিডিও ভাইরাল। অস্বস্তিতে পড়ে মধ্যমাকাণ্ডে মুখ খুললেন বিশ্বকাপজয়ী ক্রিকেটার গৌতম গম্ভীর। গম্ভীরের দাবি, "দর্শকদের একটা অংশ গ্যালারি থেকে ভারত বিরোধী স্লোগান দিচ্ছিল। ভারতীয় হিসেবে সেটা কিছুতেই মেনে নিতে পারিনি। কেউ বা কারা যদি আমার দেশের বিরুদ্ধে কিছু বলে সেটা আমি কিছুতেই সহ্য করতে পারি না। তাই আমি ওইভাবে প্রতিক্রিয়া দিয়ে ফেলি। সোশ্য়াল মিডিয়ায় আপনারা যেটা দেখেন, সেটা সব সময় সত্য়ি হয় না। সেটা মাথায় রেখে আমার সমালোচনা করবেন।"

গম্ভীরের মতে, তাঁর সামনে কয়েকজন পাকিস্তানি সমর্থক ভারত-বিরোধী স্লোগান তুলছিল। তাঁর কথায়, 'গালারিতে ২-৩ জন পাকিস্তানি সমর্থক ছিল। যারা হিন্দুস্থান মুর্দাবাদ বলছিল, কাশ্মীরের ব্যাপারে বলছিল। ওই মুহূর্তে প্রতিক্রিয়া দিয়ে ফেলেছি। আমি দেশকে নিয়ে এসব কথা শুনতে পারি না।'