New Update
/anm-bengali/media/media_files/Pow0Dn3H2jyzB0ciOeOi.webp)
নিজস্ব সংবাদদাতা: সমস্ত ধরনের অধিনায়কত্ব থেকে নিজেকে সরিয়ে নিচ্ছেন পাকিস্তানের তারকা ক্রিকেটার বাবর আজম। বিশ্বকাপ চলাকালীন এই সিদ্ধান্তের কথা ঘোষণা করলেন তিনি। X হ্যান্ডেলে পোস্ট করে লেখেন, 'আমি সব ধরনের ক্যাপ্টেন্সি থেকে সরে যাচ্ছি। এটা একটা কঠিন সিদ্ধান্ত ছিল কিন্তু আমার মনে হয় এটাই সঠিক সময়। আমি ক্রিকেটের সব ধরণের ম্যাচে খেলোয়াড় হিসেবে পাকিস্তানের প্রতিনিধিত্ব করব। নতুন অধিনায়ককে স্বাগত জানাচ্ছি'।
/anm-bengali/media/media_files/WbHH0Wlrtr7ktoPk5ILR.jpg)
— Babar Azam (@babarazam258) November 15, 2023
/anm-bengali/media/agency_attachments/IpyOoxt2orL626OA8Tlc.png)
Follow Us