New Update
/anm-bengali/media/media_files/W3kjt95Bd7AiGnfjzvc1.jpg)
Kolkata Derby
নিজস্ব সংবাদদাতাঃ বড়দের ডার্বির মতো ছোটদের ডার্বিতেও (Kolkata Derby) জয় পেল না ইস্টবেঙ্গল (East Bengal)। রিলায়েন্স ফাউন্ডেশন ডেভেলপমেন্ট লিগের (RFDL) বড় ম্যাচে পুরো পয়েন্ট পেল না কোনো দলই। মোহনবাগান (Mohun Bagan) বনাম ইস্টবেঙ্গল ম্যাচের ফলাফল ১-১। একাধিক গোল বাঁচিয়ে নায়ক ইস্টবেঙ্গলের গোলকিপার আদিত্য পাত্র। দীপ সাহার গোলে প্রথমে এগিয়ে গিয়েছিল ইস্টবেঙ্গল। পরে সেই গোল শোধ করেন মোহনবাগানের ফারদিন আলি মোল্লা।
/anm-bengali/media/agency_attachments/IpyOoxt2orL626OA8Tlc.png)
Follow Us