New Update
/anm-bengali/media/media_files/vz2rQ8Hhxx2ZTybOTt8J.jpg)
নিজস্ব সংবাদদাতাঃ অ্যাস্টন ভিলা (Aston Villa) স্ট্রাইকার অলি ওয়াটকিনসের (ollie Watkins) দিকে নজর রেখেছে বায়ার্ন মিউনিখ (Bayern Munich)। হ্যারি কেনকে দলে নিতে না পারলেও জার্মান দলটি ভিলার এই ফরোয়ার্ডকে চোখে রেখেছে। জানা গিয়েছে, ফুলহাম ও অ্যাস্টন ভিলার মধ্যকার ম্যাচ চলাকালীন বুন্দেসলিগার দল অলির খেলা দেখার জন্য স্কাউট পাঠিয়েছিল। চলতি মরসুমে প্রিমিয়ার লিগে মোট ১৪ গোল করে সর্বোচ্চ গোলদাতার তালিকায় সপ্তম স্থানে উঠে এসেছেন তিনি। বায়ার্ন ছাড়াও আর্সেনালের সঙ্গেও তার যোগ রয়েছে বলে জল্পনা।
/anm-bengali/media/agency_attachments/IpyOoxt2orL626OA8Tlc.png)
Follow Us