New Update
/anm-bengali/media/media_files/4p0nYJVcVA36nouzsRza.jpg)
নিজস্ব সংবাদদাতাঃ আরও একটা গ্র্যান্ড স্লাম দখলে নিলেন সার্বিয়ান তারকা। কিংবদন্তি রজার ফেডেরার, স্প্যানিশ তারকা রাফায়েল নাদালকে গ্র্যান্ড স্লাম সংখ্যায় ছাপিয়ে গেলেন নোভাক জোকোভিচ। টেনিসে নতুন ইতিহাস। পুরুষদের সিঙ্গলসে সবচেয়ে বেশি গ্র্যান্ড স্লাম এখন নোভাক জোকোভিচের দখলে। ২৩টি মেজর ট্রফি নিয়ে তালিকায় শীর্ষে নোভাক।
ফরাসি ওপেনের ফাইনালে গত বারের রানার্স নরওয়ের ক্যাসপার রুডকে ৭-৬(১), ৬-৩, ৭-৫ গোলে হারিয়ে তৃতীয় বারের মতো ফ্রেঞ্চ ওপেন ও ২৩তম গ্র্যান্ড স্ল্যামের শিরোপা জিতলেন নোভাক জোকোভিচ।
/anm-bengali/media/agency_attachments/IpyOoxt2orL626OA8Tlc.png)
Follow Us