New Update
/anm-bengali/media/media_files/e5V7nSigEBTF7IiDlpKs.jpg)
ফাইল ছবি
নিজস্ব সংবাদদাতা: বৃষ্টি একবার থামছে, একবার হচ্ছে। তাই কলম্বোর মাঠ থেকে এখনই সরানো হচ্ছে না কভার। ম্যাচ ৩টে নাগাদ শুরু হওয়ার কথা ছিল। ৩০ মিনিট পেরিয়ে গেলেও কখন শুরু হবে ম্যাচ, সরকারিভাবে কোনও আপডেট পাওয়া যায়নি এখনও। মাঠকর্মীরা তৎপর রয়েছেন সমানে। কোহলিরা বারবার আকাশের দিকে তাকিয়ে আবহাওয়ার সম্ভাব্য গতিপ্রকৃতি অনুধাবন করার চেষ্টা করছেন।
/anm-bengali/media/media_files/JRd7PtTs5FQ9aqi9wsUo.jpeg)
/anm-bengali/media/agency_attachments/IpyOoxt2orL626OA8Tlc.png)
Follow Us