পরের বারই আসবে ভারতের ঘরে বিশ্বকাপ, বলে দিলেন লারা

এই ট্রফির জন্যে অপেক্ষা করতে হবে আরও চার বছর।

New Update
The Indian team led by Rohit Sharma lines up for the national anthem__.jpg

File Picture

নিজস্ব সংবাদদাতা: আইসিসি বিশ্বকাপে ভারতের হারের দুঃখ এক সপ্তাহ পেরিয়ে গেলেও কমেনি অনেকের মনেই। এখনও কাপ হারানোর যন্ত্রণা কুড়েকুড়ে খাচ্ছে বহু ভারতীয়কেই। কেননা এবার এই ট্রফির জন্যে অপেক্ষা করতে হবে আরও চার বছর।

এই বিষয়ে এদিন কিংবদন্তি ক্রিকেটার ব্রায়ান লারা বলেন, "আমি বলব না যে তারা লড়াই করেনি। তারা বিশ্বকাপে তাদের সেরা ক্রিকেট খেলেছে। আমি মনে করি আমরা যা অনুভব করেছি তা আমাদের শক্তি বৃদ্ধি করবে। আসলে পার্থক্যটা হল যে অস্ট্রেলিয়ানরা কয়েকটি ম্যাচ হেরে বুঝতে পারে তাদের কোথায় খেলতে হবে, কোথায় তাদের উন্নতি করতে হবে, তাঁদের নেগেটিভ পয়েন্ট কোনটা। যা ভারত বুঝতে পারেনি। কেননা তারা ফাইনালের আগে টানা ১০টি ম্যাচ জিতেছে। ফলে তাঁদের দুর্বলতা গুলো ধরা পড়ে ফাইনালেই। তাই কখনও কখনও, কোনও ম্যাচ থেকে শিক্ষাও নিতে হয়। তবে সব মিলিয়ে ভারত অসাধারণ একটা টুর্নামেন্ট খেলেছে। আমিও ভারতকে সমর্থন করেছিলাম এবং তাদের হাতে ট্রফি দেখতে চেয়েছিলাম। তবে আশা করি পরের বার তারা পারবে”।

 

hiren