নিজস্ব সংবাদদাতা : আজ দুবাইতে অনুষ্ঠিত হতে চলেছে, আইসিসি চ্যাম্পিয়ন্স ট্রফির ফাইনাল। আর আজকের ভারত বনাম নিউজিল্যান্ড ম্যাচে টসে জিতেই প্রথমে ব্যাট করার সিদ্ধান্ত নিল নিউজিল্যান্ড।
/anm-bengali/media/media_files/uCblMRQUN4fS3CXqmqjW.jpg)
প্রথমে বল করতে নেমে কি ভারত পারবে নিউজিল্যান্ড কে কম রানের লক্ষ্যমাত্রায় আটকে রাখতে ? নাকি আগের ম্যাচের মতোই রানের পাহাড় গড়ে তুলবে নিউজিল্যান্ড ? জানা যাবে আর কিছুক্ষনের মধ্যেই।