Cricket : ক্রিকেটের প্রতি আবেগ, ছাতা মাথায় করে অপেক্ষায় অজস্র সমর্থক

ক্রিকেটের (Cricket) প্রতি আবেগের আদর্শ উদাহরণ। তাও আবার নেপালে (Nepal))। অঝোর ধারায় বৃষ্টি পড়ছে তখন। তবুও মাঠ ছাড়তে নারাজ দর্শকরা।

author-image
Pritam Santra
New Update
Cricket

নিজস্ব সংবাদদাতাঃ ক্রিকেটের (Cricket) প্রতি আবেগের আদর্শ উদাহরণ। তাও আবার নেপালে (Nepal))। অঝোর ধারায় বৃষ্টি পড়ছে তখন। তবুও মাঠ ছাড়তে নারাজ দর্শকরা। কারণ দেশের সামনে বিরাট সুযোগ। সংযুক্ত আরব আমির শাহীকে (UAE) হারালেই ভারত (India), পাকিস্তানের (Pakistan) সঙ্গে এশিয়া কাপ ২০২৩ (Asia Cup)-এর জন্য যোগ্যতা অর্জন করবে নেপাল।  

ad.jpg