দোহা ডায়মন্ড লীগে মুখ উজ্জ্বল নীরজের, আপ্লুত প্রধানমন্ত্রী

ভারত তাঁর সাফল্যে আনন্দিত এবং গর্বিত।

author-image
Atreyee Chowdhury Sanyal
New Update
DcCtW4QXkAEzWme

File Picture

নিজস্ব সংবাদদাতা: দোহা ডায়মন্ড লীগে বিরাট সাফল্য পেলেন নীরজ চোপড়া। তাঁর সাফল্যে আপ্লুত প্রধানমন্ত্রী। এবার প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী টুইট করলেন নীরজ চোপড়ার জন্যে। এদিন নিজের এক্স হ্যান্ডেলে প্রধানমন্ত্রী লেখেন, “দোহা ডায়মন্ড লীগ ২০২৫-এ ৯০ মিটার দৌড়ের মাইলফলক অতিক্রম করার জন্য এবং তার ব্যক্তিগত সেরা থ্রো অর্জনের জন্য নীরজ চোপড়াকে অভিনন্দন। এটি তার নিরলস নিষ্ঠা, শৃঙ্খলা এবং আবেগের ফলাফল। ভারত তাঁর সাফল্যে আনন্দিত এবং গর্বিত”।

GrHyv2vWYAAdnXo