/anm-bengali/media/media_files/iJlDmCpovdgbvsS5atgE.jpg)
নিজস্ব সংবাদদাতা: গতকাল নেদারল্যান্ডকে হারিয়ে 'নেশনস লিগ'-এর ফাইনালে পৌঁছেছে ক্রোয়েশিয়া। আর আজ 'নেশনস লিগ'-এর ফাইনালে জায়গা করে নিয়েছে স্পেন। আজ 'নেশনস লিগ'-এর দ্বিতীয় সেমিফাইনাল ম্যাচে ইতালির বিরুদ্ধে মাঠে নামে স্পেন। এই ম্যাচে ইতালিকে ২-১ গোলে হারিয়েছে স্পেন। ম্যাচের প্রথম গোলটি ৩ মিনিটের মাথায় স্পেনের হয়ে করেন যেরেময় পিনো। তার ঠিক পরেই ১১ মিনিটের মাথায় ইতালির হয়ে গোল করেন সিরো ইম্মোবিলে। তবে ম্যাচে শেষ হওয়ার ঠিক পূর্বে ৮৮ মিনিটের মাথায় ম্যাচের সর্বশেষ গোলটি করে ফাইনালে স্পেনের স্থান পাকা করেন জোসেলু।
Spain's Joselu pounced with two minutes remaining to snatch a 2-1 win over Italy on Thursday and set up a Nations League final clash against Croatia
➡️ https://t.co/ZQGErguTUi#AFPSportspic.twitter.com/0VHJ6rZZEK
/anm-bengali/media/agency_attachments/IpyOoxt2orL626OA8Tlc.png)
Follow Us