CSK : 'দাদা নিরাপদ হাতে রয়েছে', ধোনিকে দেখে নিশ্চিন্ত পাথিরানার বোন

চেন্নাই সুপার কিংসের (CSK) অধিনায়ক মহেন্দ্র সিং ধোনি (MS Dhoni) সতীর্থ মাধেশা পাথিরানার (Matheesha Pathirana) পরিবারের সঙ্গে দেখা করেছেন। এই সাক্ষাতের কিছু ছবি পাথিরানার বোন তার সোশ্যাল মিডিয়া অ্যাকাউন্টে পোস্ট করেছেন। এগুলো এখন সর্বত্র ভাইরাল।

author-image
Pritam Santra
26 May 2023
CSK : 'দাদা নিরাপদ হাতে রয়েছে', ধোনিকে দেখে নিশ্চিন্ত পাথিরানার বোন

নিজস্ব সংবাদদাতাঃ চেন্নাই সুপার কিংসের (CSK) অধিনায়ক মহেন্দ্র সিং ধোনি (MS Dhoni) সতীর্থ মাধেশা পাথিরানার (Matheesha Pathirana) পরিবারের সঙ্গে দেখা করেছেন। এই সাক্ষাতের কিছু ছবি পাথিরানার বোন তার সোশ্যাল মিডিয়া অ্যাকাউন্টে পোস্ট করেছেন। এগুলো এখন সর্বত্র ভাইরাল। শ্রীলঙ্কান পেসারের বোন সেগুলি শেয়ার করার পাশাপাশি একটি হৃদয়গ্রাহী ক্যাপশন পোস্ট করেছেন। চেন্নাই সুপার কিংসের তারকা বোলার মাধেশা পাথিরানা এবারের আইপিএলে দারুণ পারফর্ম করেছেন। অনেকে তাকে জুনিয়র মালিঙ্গাও বলে ডাকে। পাথিরানা অবশ্য মহেন্দ্র সিং ধোনিকে তার পারফরম্যান্সের জন্য কৃতিত্ব দেন এবং তার উপর আস্থা রাখেন। এমন পরিস্থিতিতে ধোনি যখন পাথিরানার পরিবারের সঙ্গে দেখা করলেন, তখন পাথিরানার বোনের মনে বাঁধ ভেঙেছিল খুশি। মাহির সঙ্গে এই সাক্ষাতের কিছু ছবি সোশ্যাল মিডিয়ায় পোস্ট করে পাথিরানার বোন লিখেছেন, "এখন আমরা নিশ্চিত যে মল্লি নিরাপদ হাতে আছে।"