MS Dhoni : ধোনির 'ডাবল সেঞ্চুরি'

ইন্ডিয়ান প্রিমিয়ার লিগে (IPL) সানরাইজার্স হায়দ্রাবাদকে (SRH) ৭ উইকেটে হারিয়েছে চেন্নাই সুপার কিংস (CSK)। রবীন্দ্র জাদেজা এবং ডেভন কনওয়ে যথাক্রমে বল ও ব্যাট হাতে সেরা পারফর্মার ছিলেন এই ম্যাচে।

author-image
Pritam Santra
New Update
MS Dhoni's 41st Birthday: ভক্তের 'ভগবান' ধোনি

নিজস্ব সংবাদদাতাঃ ইন্ডিয়ান প্রিমিয়ার লিগে (IPL) সানরাইজার্স হায়দ্রাবাদকে (SRH) ৭ উইকেটে হারিয়েছে চেন্নাই সুপার কিংস (CSK)। রবীন্দ্র জাদেজা এবং ডেভন কনওয়ে যথাক্রমে বল ও ব্যাট হাতে সেরা পারফর্মার ছিলেন এই ম্যাচে। মহেন্দ্র সিং ধোনি (MS Dhoni) স্টাম্পের পিছনে থেকে নিজের ডাবল সেঞ্চুরি পূর্ণ করেছেন। ৪১ বছর বয়সী ধোনি আইপিএলের ইতিহাসে প্রথম উইকেটরক্ষক হিসেবে ২০০ টি উইকেট পতনের পিছনে অবদান রেখেছেন। এই কৃতিত্বের ক্ষেত্রে ধোনি এক নম্বরে রয়েছেন। তার পরেই রয়েছেন রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালোরের অভিজ্ঞ উইকেটরক্ষক দীনেশ কার্তিক, যিনি ২১৮ ম্যাচে ১৮৭ টি উইকেটের পিছনে অবদান রেখেছেন। আরসিবির প্রাক্তন ক্রিকেটার এবি ডি ভিলিয়ার্স ১৪০ টি উইকেট নিয়ে তৃতীয় স্থানে রয়েছেন। রবিন উথাপ্পা, ঋদ্ধিমান সাহা এবং পার্থিব প্যাটেলরাও রয়েছেন এই তালিকায়।