New Update
/anm-bengali/media/media_files/8SvVNZyCYpV2dq4g5ogz.jpg)
নিজস্ব সংবাদদাতা: ফের নিজের অবসর নিয়ে মন্তব্য করলেন চেন্নাই সুপার কিংসের (CSK) অধিনায়ক মহেন্দ্র সিং ধোনি (MS Dhoni)। ইকানা স্টেডিয়ামে টসের সময় ব্রডকাস্টার ড্যানি মরিসন সিএসকে অধিনায়কের কাছে জানতে চান, এত সমর্থন পেয়ে কেমন লাগছে? মরিসনকে জবাব দিতে গিয়ে ধোনি বলেন, ব্রডকাস্টার এবং মিডিয়াই সিদ্ধান্ত নিয়েছে যে এটা আমার শেষ অধ্যায়। টসের সময় ধোনি বলেন, 'আপনারাই সিদ্ধান্ত নিয়েছেন এটাই আমার শেষ ইন্ডিয়ান প্রিমিয়ার লীগ (IPL), আমি নই।"
Well, you have decided it's my last" pic.twitter.com/mgqBgJMZwK
— Mohammed Aziz (@itsmeaziz07) May 3, 2023
/anm-bengali/media/agency_attachments/IpyOoxt2orL626OA8Tlc.png)
Follow Us