ইস্টবেঙ্গল চমক দেওয়ার আগেই মোহনবাগানে বড় খবর

নতুন মরসুমের আগে যথারীতি ইস্টবেঙ্গলকে (East Bengal) কেন্দ্র করে আলোচনা তুঙ্গে রয়েছে। দলবদলের বাজারে ইস্টবেঙ্গল এবার অল আউট যেতে পারে বলে আশা করছেন ইস্টবেঙ্গল ক্লাব সমর্থকদের একাংশ। এরই মধ্যে বড় খবর মোহনবাগান (Mohun Bagan) ক্লাবে।

author-image
Pritam Santra
New Update
Mohun Bagan

নিজস্ব সংবাদদাতাঃ নতুন মরসুমের আগে যথারীতি ইস্টবেঙ্গলকে (East Bengal) কেন্দ্র করে আলোচনা তুঙ্গে রয়েছে। দলবদলের বাজারে ইস্টবেঙ্গল এবার অল আউট যেতে পারে বলে আশা করছেন ইস্টবেঙ্গল ক্লাব সমর্থকদের একাংশ। এরই মধ্যে বড় খবর মোহনবাগান (Mohun Bagan) ক্লাবে। বারপুজোতে দারুণ চমক দিতে পারে সবুজ মেরুন শিবির। সব ঠিক থাকলে বৈশাখের দিন চুনী গোস্বামীর নামে উৎসর্গ করা নতুন ফটকের উদ্বোধন করা হবে। উদ্বোধন করতে পারেন সুনীল গাভাসকর।