আবেগের নাম সবুজ-মেরুন!

ইস্ট ইয়র্কশায়ারের বিরুদ্ধে আইএফএ শিল্ড ফাইনালে মুখোমুখি হয়েছিল মোহনবাগান। সেই ম্যাচে ঐতিহাসিক জয় পেয়েছিল মোহনবাগান। সেদিন খালি পায়ে খেলে বাঙালির ১১ জন তরুণ তুর্কি।

author-image
Atreyee Chowdhury Sanyal
New Update
mohunbagan-day-2021 (1).jpg

ফাইল ছবি

নিজস্ব সংবাদদাতা: ১৯১১ সালের ২৯ জুলাই। ফুটবল ইতিহাস তথা বাংলার ইতিহাসের স্বর্ণ দিন। ১১ জন তরুণ তুর্কি মাঠে সেদিন দেখিয়েছিল বাংলার দাপট। বাংলার অদম্য জেদের কাছে যে সবকিছুই মাথানত করতে পারে, তাই বুঝিয়েছিল এই ১১ জন।

ইস্ট ইয়র্কশায়ারের বিরুদ্ধে আইএফএ শিল্ড ফাইনালে মুখোমুখি হয়েছিল মোহনবাগান। সেই ম্যাচে ঐতিহাসিক জয় পেয়েছিল মোহনবাগান। সেদিন খালি পায়ে খেলা বাঙালির ফুটবল ও তাদের অদম্য জেদের কাছে হার মেনেছিল ব্রিটিশরা। প্রতিবছর এই দিনটিকে তাই গর্বের সঙ্গে পালিত করা হয়।