শামির দাপট শুরু, সাজঘরে ফিরলেন ডেভিড ওয়ার্নার

ইন্ডিয়ান টিমের পেসার মহম্মদ শামির দাপট শুরু হয়ে গেল। উল্লাসে ফেটে পড়লেন সকলে।

author-image
SWETA MITRA
19 Nov 2023
New Update
shamii.jpg

নিজস্ব সংবাদদাতাঃ ২৪১ রানের টার্গেট নিয়ে ময়দানে নেমেছে টিম অস্ট্রেলিয়া। এদিকে মাত্র কিছু রান করতেই প্রথম উইকেট তুলল টিম ইন্ডিয়া। শুরু হয়ে গিয়েছে মহম্মদ শামির (Mohammed Shami) দাপট। আজ সাজঘরে ফেরালেন ডেভিড ওয়ার্নারকে।   এদিকে ডেভিড ওয়ার্নারকে আউট করায় লন্ডনের ক্রিকেট প্রেমীরা উল্লাসে মেতে উঠেছেন। আহমেদাবাদে ভারত বনাম অস্ট্রেলিয়া ম্যাচে ২.৩ ওভারে ২৯/১।