EPL : হারলেও এখনই দমে যেতে নারাজ আর্সেনাল

মার্টিন ওডেগার্ড ও বুকায়ো সাকারদের দক্ষতার কথা ফের মনে করিয়ে দিয়েছেন আর্তেতা। কোচের কথা সত্যি প্রমাণিত হলে প্রিমিয়ার লীগের শেষভাগ আরও রোমাঞ্চকর হতে পারে। 

author-image
Pritam Santra
New Update
EPL

নিজস্ব সংবাদদাতাঃ ম্যানচেস্টার সিটির (Manchester City) বিপক্ষে লড়াইয়ের আগে প্রিমিয়ার লিগের (EPL) ফের পয়েন্ট হারিয়েছে আর্সেনাল (Arsenal)। যদিও শেষ পর্যন্ত দলের খেলোয়াড়রা নিজেদের সেরা ফর্ম মেলে ধরতে পারবেন বলে আশাবাদী আর্সেনালের কোচ মিকেল আর্তেতা (Mikel Arteta)। বুধবার ইতিহাদ স্টেডিয়ামে মরসুমের নির্ধারণী ম্যাচের আগে সাউদাম্পটনের বিপক্ষে ৩-৩ গোলে ড্রয়ের ফলে সিটি এবং আর্সেনালের মধ্যেকার পয়েন্টের ব্যবধান অনেকটা কমে গিয়েছে। প্রিমিয়ার লিগে টানা তৃতীয় ড্রয়ের ফলে শিরোপা জয়ের দৌড়ে এগিয়ে থাকা গতবারের চ্যাম্পিয়ন সিটি শিরোপা জয়ের দৌড়ে এগিয়ে গেলেও মার্টিন ওডেগার্ড ও বুকায়ো সাকারদের দক্ষতার কথা ফের মনে করিয়ে দিয়েছেন আর্তেতা। কোচের কথা সত্যি প্রমাণিত হলে প্রিমিয়ার লীগের শেষভাগ আরও রোমাঞ্চকর হতে পারে।