New Update
/anm-bengali/media/media_files/QdFjvlNtWJCFEkCqI81t.jpg)
নিজস্ব সংবাদদাতাঃ সানরাইজার্স হায়দরাবাদ (SRH) বনাম মুম্বই ইন্ডিয়ান্স (MI) ম্যাচে বড় রান করলেন দুই ওপেনার। মায়াঙ্ক আগারওয়াল (Mayank Agarwal) এবং ভিক্রান্তে শর্মা দুজনেই অর্ধশতরান করেছেন। জম্মু কাশ্মীর থেকে উঠে আসা ক্রিকেটার ভিক্রান্ত শর্মা আউট হয়েছে ৬৯ রান করে। মায়াঙ্ক আগারওয়াল তার সতীর্থ হাফসেঞ্চুরি করার কিছু পরেই অর্ধশত রান করেন। শেষ পর্যন্ত আকাশের বলে ৮৩ রান করে আউট হন তিনি।
1⃣3⃣th IPL Fifty from Mayagiri 🔥
— SunRisers Hyderabad (@SunRisers) May 21, 2023
Marvellous Mayank in charge ⚡😎 pic.twitter.com/Co9oyvVzzC
/anm-bengali/media/agency_attachments/IpyOoxt2orL626OA8Tlc.png)
Follow Us