New Update
/anm-bengali/media/media_files/RjsUlYKnazNz9ogz5MA7.jpg)
নিজস্ব সংবাদদাতাঃ ম্যানচেস্টার ইউনাইটেড (Manchester United) এই গ্রীষ্মে (Summer Transfer) টটেনহ্যাম (Tottenham) থেকে হ্যারি কেনকে (Harry Kane) দলে নেওয়ার প্রক্রিয়া শুরু করে দিয়েছে বলে খবর। চেয়ারম্যান ড্যানিয়েল লেভির সাথে আলোচনার অগ্রগতির জন্য চেষ্টায় রয়েছে ম্যানচেস্টার। স্পারসের সঙ্গে কেনের নতুন চুক্তি হওয়ার সম্ভাবনা কম বলে মনে করা হচ্ছে। তার বর্তমান চুক্তির মেয়াদ শেষ হবে ২০২৪ সালে। কেনের পাশাপাশি ম্যানচেস্টার ইউনাইটেডও নেইমারকে (Neymar) দলে নেওয়ার দৌড়ে যুক্ত হয়েছে বলে অনুমান। নেইমার পিএসজি ছাড়বেন বলে আশা করা হচ্ছে।
/anm-bengali/media/agency_attachments/IpyOoxt2orL626OA8Tlc.png)
Follow Us