Aniruddha Chakraborty
আপডেট করা হয়েছে
New Update
/anm-bengali/media/media_files/OMYbR5w2lJl4ERaQgYnZ.jpg)
নিজস্ব সংবাদদাতাঃঅবশেষে রবিবার রাতে এল সেই মাহেন্দ্রক্ষণ। ভাইজ্যাগে ব্যাট হাতে চার-ছয়ের ফুলঝুরি ফোটালেন মহেন্দ্র সিং ধোনি। এর আগে চলতি আইপিএলে সিএসকের ২টো ম্যাচে ধোনিকে উইকেটকিপিং করতে দেখা গিয়েছিল। কিন্তু তাঁর ব্যাটিং উপভোগ করা থেকে বঞ্চিত ছিলেন মাহির অনুরাগীরা। বিশাখাপত্তনমে সিএসকের ফ্যানেরা একদিকে খুশি হলেন। আর একদিকে কষ্টও পেয়েছেন। খুশি যে কারণে হয়েছেন তা হল, ৩০৭ দিন পর মাহির ব্যাটিং ধামাকা দেখা গিয়েছে। আর কষ্টের হল ধোনির ভিন্টেজ ইনিংসের পরও সিএসকে জিততে পারল না।
/anm-bengali/media/media_files/NpLogjqAoZ5oBjJYsxOT.jpg)
১৬.২ ওভারে ব্যাট হাতে মাঠে প্রবেশ করেন মাহি। ধোনির খেলা প্রতিটি ডেলিভারির খতিয়ান- ৪, ১, ৪, ১, ৬, ০, ০, ০, ০, ১, ৪, ৬, ০, ৪, ০, ৬। ভাবা যায় মাত্র ১৬টা বলের মুখোমুখি হয়ে কী তাণ্ডবটাই না দেখালেন মাহি। যার মধ্যে ধোনির ব্যাটে এসেছে ৩টে ছয়, আর চারটে ৪।
/anm-bengali/media/media_files/h54Bm6xWWg2vQAUTQwp8.webp)
/anm-bengali/media/agency_attachments/IpyOoxt2orL626OA8Tlc.png)
Follow Us