নিরাশ হতে মানা, কী বললেন কুস্তিগীর মহাবীর সিং ফোগাট?

প্যারিস অলিম্পিক ২০২৪ থেকে ভারতীয় কুস্তিগীর ভিনেশ ফোগাটকে অযোগ্য ঘোষণা করার বিষয়ে মন্তব্য করলেন তার কাকা বিখ্যাত কুস্তিগীর মহাবীর ফোগাট।

author-image
Shroddha Bhattacharyya
আপডেট করা হয়েছে
New Update
MUTR

ফাইল চিত্র

নিজস্ব সংবাদদাতা: প্যারিস অলিম্পিক ২০২৪ থেকে ভারতীয় কুস্তিগীর ভিনেশ ফোগাটকে অযোগ্য ঘোষণা করার বিষয়ে, তার কাকা বিখ্যাত কুস্তিগীর মহাবীর সিং ফোগাট বলেছেন, "আমার আর কিছুই বলার নেই। গোটা দেশ গোল্ড মেডেলের প্রত্যাশা করেছিল।

Who is Mahavir Singh Phogat? The 'father' of Indian women's wrestling

নিয়ম আছে কিন্তু যদি একজন কুস্তিগীর ৫০-১০০ গ্রাম বেশি ওজনের হয় তবে তাদের সাধারণত অনুমতি দেওয়া হয়।

vinesh-phogat-disqualified-from-paris-olympics-ahead-of-gold-medal-wrestling-bout

আমি দেশের মানুষকে নিরাশ না হতে বলব, একদিন সে নিশ্চিত মেডেল নিয়ে আসবে।

vinesh olympic

আমি তাকে পরের অলিম্পিকের জন্য প্রস্তুত করবো।"



Adddd