New Update
/anm-bengali/media/media_files/nvjishtqnzoadtMplLqL.jpg)
নিজস্ব সংবাদদাতাঃ লিভারপুল (Liverpool) বার্সেলোনার (Barcelona) মিডফিল্ডার ফ্রেঙ্কি ডি জংকে (Frenkie de Jong) দলে নিতে আগ্রহী বলে জানা যাচ্ছে। যদিও তিনি ক্যাম্প ন্যু ছাড়তে চান না বলেও মনে করা হচ্ছে। তবে ক্লাবের আর্থিক সংকট লাঘব করতে তাকে বার্সেলোনা তাকে ট্রান্সফার করলেও করতে পারে বলে ফুটবলমহলে গুঞ্জন। এছাড়াও লিভারপুল আরবি লাইপজিগের সেন্টার ব্যাক জোসকো গর্দিওলকেও দলে নেওয়া ব্যাপারে ভাবনা-চিন্তা করছে বলে মনে করা হচ্ছে।
/anm-bengali/media/agency_attachments/IpyOoxt2orL626OA8Tlc.png)
Follow Us