New Update
/anm-bengali/media/media_files/f9GCljlp2x8wPU66fVbc.jpg)
নিজস্ব সংবাদদাতাঃ এ কালের শ্রেষ্ঠ ফুটবলার কে, লিওনেল মেসি (Lionel Messi ) নাকি ক্রিশ্চিয়ানো রোনালদো (Cristiano Ronaldo)? এই প্রশ্নের উত্তর হয়তো কখনও পাওয়া যাবে না. ফিফা বিশ্বকাপ জেতার পর বহু সমালোচকের মুখ বন্ধ করেছেন লিওনেল মেসি। বিশ্বকাপ জেতার পর নিজের নামে করেছেন আরও একাধিক খেতাব। এরই মধ্যে ভাঙলেন রোনালদোর করা একটি রেকর্ড। ফ্রান্সে শিরোপা জয়ের জন্য পিএসজির (PSG) প্রয়োজন ছিল ১ পয়েন্ট। মেসির একটি গোলের সুবাদে ফ্রান্স সেরা হয়েছে প্যারিসের দলটি। স্ত্রাসবুর্গের সঙ্গে ১-১-এ ড্র করে লিগ ‘এ’-তে ১১ তম শিরোপা জিতেছে পিএসজি। ইউরোপের শীর্ষ ৫ টি লীগের মধ্যে এত দিন সবচেয়ে বেশি গোল করার রেকর্ডের যৌথ মালিকানা ছিল মেসি ও রোনালদোর কাছে। দুজনেরই নামের পাশে ছিল ৪৯৫ টি গোল। মেসি সেই রেকর্ড ভেঙে দিয়েছেন। তার নামের পাশে এখন ৪৯৬ টি গোল।
/anm-bengali/media/agency_attachments/IpyOoxt2orL626OA8Tlc.png)
Follow Us