Lalchhanhima Sailo : দল হারলেও একার দক্ষতায় উজ্জ্বল আইজল এফসির ফুটবলার

লালচানহিমা সাইলো (Lalchhanhima Sailo) এই মরসুমে আইজল এফসির (Aizawl FC) সর্বকনিষ্ঠ খেলোয়াড়দের মধ্যে একজন। হায়দ্রাবাদ এফসি (HFC) এবং ওড়িশা এফসির (OFC) কাছে একের পর এক পরাজয়ের পর রেডসরা হিরো সুপার কাপ (Hero Super Cup) থেকে ছিটকে গেলেও সাইলো

author-image
Pritam Santra
New Update
Lalchhanhima Sailo

নিজস্ব সংবাদদাতাঃ মিডফিল্ডার লালচানহিমা সাইলো (Lalchhanhima Sailo) এই মরসুমে আইজল এফসির (Aizawl FC) সর্বকনিষ্ঠ খেলোয়াড়দের মধ্যে একজন। হায়দ্রাবাদ এফসি (HFC) এবং ওড়িশা এফসির (OFC) কাছে একের পর এক পরাজয়ের পর রেডসরা হিরো সুপার কাপ (Hero Super Cup) থেকে ছিটকে গেলেও সাইলো নিজের প্রতিভার জোরে এখনও উজ্জ্বল। ওড়িশার কাছে হারের পর সাইলো বলেন, 'সুযোগ কাজে লাগাতে না পারা ছাড়াও আমি মনে করি তরুণ দল হিসেবে আমরা খুব ভালো খেলেছি।" মাত্র ২০ বছর বয়সে সাইলো আই লিগের চার মরসুমের অভিজ্ঞতা অর্জন করেছেন। ২০১৮ সালে মালয়েশিয়ায় অনুষ্ঠিত এএফসি অনূর্ধ্ব-১৬ চ্যাম্পিয়নশিপের কোয়ার্টার ফাইনালে ওঠা ভারতীয় দলেরও সদস্য ছিলেন তিনি।