New Update
/anm-bengali/media/media_files/aYS9SVJlBRpkyOIOuvxU.jpg)
নিজস্ব সংবাদদাতাঃ ভারত বনাম নিউজিল্যান্ডের মধ্যকার ম্যাচ চলছে পুরো দমে। ম্যাচ চলাকালীন ভারতীয় স্পিনার কুলদীপ যাদবকে কিছুটা ছন্দহীন মনে হচ্ছিল। তুলনামূলকভাবে বেশি রান দিয়ে ফেলছিলেন তিনি। তার মধ্যেও অবশ্য নিজের কাজটা ঠিকই করেছেন। টিম ইন্ডিয়ার হয়ে দুটি উইকেট তুলে নিতে সক্ষম হয়েছেন তিনি। ম্যাচের সময় কুলদীপকেও কিছুটা আক্রমণাত্মক মেজাজে দেখা গিয়েছিল। এ সময় তিনি বেশ কিছু ফাস্ট বলও করেছেন। তার করা কিছু ফাস্ট বলের ভিডিও সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হচ্ছে ক্রমশ। চলতি বিশ্বকাপে ভালো ফর্মে রয়েছেন কুলদীপ। ধারাবাহিকভাবে সফলতা পাচ্ছেন জাতীয় দলের হয়ে।
Kuldeep Yadav bowls at 113KMPH. pic.twitter.com/oYX0wi5zM0
— Mufaddal Vohra (@mufaddal_vohra) October 22, 2023
/anm-bengali/media/agency_attachments/IpyOoxt2orL626OA8Tlc.png)
Follow Us