২০০-র গণ্ডি পেরতেই ৬ উইকেট খোয়ালো ভারত, আউট এই তারকা

ছয় নম্বর উইকেট খোয়ালো টিম ইন্ডিয়া।

author-image
SWETA MITRA
19 Nov 2023
New Update
klll.jpg

নিজস্ব সংবাদদাতাঃ কোনওরকমে ২০০ রান তুলতে পেরেছে টিম ইন্ডিয়া। বিরাট কোহলি আউট হওয়ার পর কিছুটা ভরসা রেখেছিলেন কে এল রাহুল (KL Rahul), তবে সেই ভরসাও এবার শেষ। কারণ আউট হয়ে গেলেন তিনি। ৬৬ রান করে আউট হয়েছেন কে এল রাহুল। এখন ময়দানে আছেন সূর্যকুমার যাদব ও মহম্মদ শামি।