New Update
/anm-bengali/media/media_files/u7j8V4huGEW3bCVcQ000.jpeg)
নিজস্ব সংবাদদাতা: আর কিছুক্ষণ পরেই চলতি আইপিএলের (IPL 2023) অতি গুরুত্বপূর্ণ ম্যাচ হতে চলেছে যেখানে সানরাইজার্স হায়দ্রাবাদের (SRH) বিরুদ্ধে খেলতে নামবে কলকাতা নাইট রাইডার্স (KKR)। ম্যাচ চলাকালীন হায়দ্রাবাদের উপ্পলে বৃষ্টি (Rain) আসতে পারে বলে জানিয়েছে আবহাওয়া দফতর। ফলে খেলা বন্ধ হওয়ার মতো পরিস্থিতি তৈরি হতে পারে বলে আশঙ্কা করা হচ্ছে। সেক্ষেত্রে ম্যাচ ফের শুরু হবে না বলেও অনেকে মনে করছে। দেখা যাক এখন পরিস্থিতি কোন দিকে নিয়ে যায়।
/anm-bengali/media/media_files/ppJbN0MpngQhyOHI0PrR.jpg)
/anm-bengali/media/agency_attachments/IpyOoxt2orL626OA8Tlc.png)
Follow Us