মার্শ-পুরানের সামনে উড়ে গেল কেকেআর-এর বোলিং ! সামনে বড় টার্গেট

খেলার লাইভ আপডেট।

author-image
Debjit Biswas
New Update
kkr

নিজস্ব সংবাদদাতা : আজ আইপিএল ২০২৫-এর ২১তম ম্যাচে কলকাতা নাইট রাইডার্সের মুখোমুখি লখনও সুপার জায়ান্টস। আর আজকের এই ম্যাচেই প্রথমে ব্যাট করতে নেমে, কেকেআর-কে বড় রানের টার্গেট দিল লখনও সুপার জায়ান্টস। বড় রান পেলেন মিচেল মার্শ (৮১) আর নিকোলাস পুরান (৮৭) ।

ipl

প্রথমে ব্যাট করতে নেমে প্রায় ২৩৭ রান করে লখনও সুপার জায়ান্টস। ২৩৮ রান করে আজকের ম্যাচ নিজের পকেটে পুড়তে পারবে কি কেকেআর ? জানা যাবে আর কিছুক্ষন পরেই। দেখতে থাকুন খেলার সমস্ত আপডেট।