New Update
/anm-bengali/media/media_files/yvC5LrUyntRuTk4vvasK.jpg)
নিজস্ব সংবাদদাতাঃ আরসিবির (RCB) বিরুদ্ধে একাধিপত্য রেখে জিতেছিল কলকাতা নাইট রাইডার্স (KKR)। পরের ম্যাচ হার্দিক পান্ডিয়ার (Hardik Pandya) গুজরাট টাইন্টান্সের বিরুদ্ধে। তার আগেই নাইট শিবিরে খুশির খবর। শ্রেয়স আইয়ারের চোট, সাকিব আল হাসানকে নিয়েও অনিশ্চয়তা। যার ফলে ইংল্যান্ডের জেসন রয়কে (Jason Roy) দলে নিয়েছে কেকেআর। ইতিমধ্যে দলের সঙ্গে যোগ দিয়েছেন তিনি। জেসনের শহরে পা রাখার ছবি পোস্ট করা হয়েছে ক্লাবের পক্ষ থেকে।
— KolkataKnightRiders (@KKRiders) April 8, 2023
/anm-bengali/media/agency_attachments/IpyOoxt2orL626OA8Tlc.png)
Follow Us