IPL ২০২৪: বিশ্বসেরা পাঁচ ক্রিকেটারকে কিনছে KKR!

এবার আইপিএল নিয়ে মাতামাতি শুরু হয়েছে ভারতে। বিভিন্ন দলের নিলাম নিয়ে নানা কথা শোনা যাচ্ছে। তবে কলকাতাবাসী এই মুহূর্তে তাকিয়ে রয়েছে কেকেআরের দিকে। তারা জানতে চাইছে দল কাকে কাকে এবার নিচ্ছে।

author-image
Anusmita Bhattacharya
New Update
gautamsrk

ফাইল ছবি

নিজস্ব সংবাদদাতা: আইপিএল নিলামে ৫ জন ক্রিকেটারকে কেনার কথা ভাবছে এবার কেকেআর। দলকে ঢেলে সাজাতে চাইছেন গৌতম গম্ভীর যিনি সদ্য মেন্টরের দায়িত্ব পেয়েছেন। জানা গেছে যে বিশ্বকাপে দুরন্ত পারফর্ম করা নিউজিল্যান্ডের রাচীন রবীন্দ্র, ড্যারেল মিচেলকে নিতে পারে কেকেআর। এছাড়া শ্রীলঙ্কার রিস্ট স্পিনার ওয়ানিন্দু হাসারঙ্গা, হর্ষদ পটেলকে নিতে পারে এই দল। এছাড়া বিশ্বজয়ী অস্ট্রেলিয়ান অধিকারক প্যাট কামিন্সকেও নিতে পারে নাইটরা।

hiring.jpg