New Update
/anm-bengali/media/media_files/oCeRGpuqSlGjBOGFciAs.jpg)
নিজস্ব সংবাদদাতাঃ সম্প্রতি কলকাতা নাইট রাডার্সের (KKR) সংসারে প্রবেশ করেছেন বাংলাদেশের (Bangladesh) তারকা ব্যাটসম্যান লিটন দাস (Litton Das)। কেকেআর এখন জয়ের সরণীতে রয়েছে। এক ঝাঁক তারকা রয়েছেন স্কোয়াডে। লিটন কি আদৌ সুযোগ পাবেন প্রথম একাদশে? এই প্রশ্ন রয়েছে। প্রথম একাদশে সুযোগ পাওয়া প্রসঙ্গে লিটন বলেছেন, "জানি না KKR-এর হয়ে সুযোগ পাব কি না। সুযোগ পাওয়ার নিশ্চয়তা নেই, তবে এটা একটা শেখার প্রক্রিয়া।"
/anm-bengali/media/agency_attachments/IpyOoxt2orL626OA8Tlc.png)
Follow Us