New Update
/anm-bengali/media/media_files/NMBidgtm7JoM3IjYPpeY.jpg)
নিজস্ব সংবাদদাতাঃ ফের প্রতিবাদে পথে নেমেছেন ভারতের প্রথম সারির কুস্তীগিররা (Wrestlers Protest)। কুস্তীগিরদের পাশে দাঁড়িয়েছেন ভারতীয় ক্রিকেটের কিংবদন্তী কপিল দেব (Kapil Dev)। সামাজিক মাধ্যমে তিনি জানিয়েছেন, "ওনারা আদৌ কি বিচার পাবেন?" পোস্টটি কপিল দেব তাঁর অফিসিয়াল ইনস্টাগ্রাম হ্যান্ডেলে শেয়ার করা করেছিলেন। পোস্টে লেখার সঙ্গে বজরং পুনিয়া এবং ভিনেশ ফোগাট সহ অন্যান্যদের নিয়ে একটি ছবি পোস্ট করেছিলেন কপিল দেব।
/anm-bengali/media/agency_attachments/IpyOoxt2orL626OA8Tlc.png)
Follow Us