New Update
/anm-bengali/media/media_files/rAkHjAAAsreGGbdV4X8Z.jpg)
নিজস্ব সংবাদদাতা: আজ এসএএফএফ চ্যাম্পিয়নশিপ ম্যাচে ভারত ও পাকিস্তান ফুটবল যুদ্ধে মুখোমুখি হয়। এই ম্যাচে পাকিস্তানকে ধূলিস্যাৎ করে দিয়েছে ভারতীয় দল। পাকিস্তানের বিরুদ্ধে বিশাল জয় পেয়েছে ভারত। ভারত ৪ টি গোল করেছে। অপরদিকে ভারতের সমানে খাতাই খুলতে পারেনি পাকিস্তান। ম্যাচে হ্যাট্রিক করেছেন সুনীল ছেত্রী। ম্যাচ শুরুর মাত্র ১০ মিনিটের মাথায় ভারতের হয়ে ম্যাচের প্রথম গোল করেন তিনি। তারপর ১৬ মিনিট ও ৭৪ মিনিটে গোল করেন তিনি। ভারতের হয়ে ম্যাচের শেষ গোল করেন উদান্ত সিং কুমাম। ম্যাচের ৮১ মিনিটের মাথায় তিনি গোলটি করেন।
SAFF Championship 2023 | Sunil Chhetri's hattrick guides India to a 4-0 win over Pakistan, as India begins its campaign
— ANI (@ANI) June 21, 2023
(Pic: All India Football Federation Twitter account) pic.twitter.com/kqVMvx9n7x
/anm-bengali/media/agency_attachments/IpyOoxt2orL626OA8Tlc.png)
Follow Us