New Update
/anm-bengali/media/media_files/g0a0H2FusCCfFXJiEdfs.jpg)
নিজস্ব সংবাদদাতা: ডান কনুইয়ের সমস্যার কারণে অস্ট্রেলিয়ার (Australia) বিপক্ষে আসন্ন অ্যাশেজ (Ashes 2023) সিরিজ থেকে ছিটকে গেলেন ইংলিশ (England) ফাস্ট বোলার জোফরা আর্চার (Jofra Archer)। কনুইতে সমস্যা রয়েছে বলে জানানো হয়েছে। ইংল্যান্ড ক্রিকেট বোর্ডের (ECB) পক্ষ থেকে জানানো হয়েছে, আর্চার পুরো গ্রীষ্মে আন্তর্জাতিক ক্রিকেট খেলতে পারবেন না। বার্বাডোসে জন্ম নেওয়া ২৮ বছর বয়সী এই পেসারের ২০২১ সালে কনুইয়ের দুটি অপারেশন হয়েছিল। চলতি ইন্ডিয়ান প্রিমিয়ার লিগে থেকেও সরে গিয়েছে তিনি।
Jofra Archer ruled out of the 2023 Ashes. pic.twitter.com/8vVbZ9hPod
— Mufaddal Vohra (@mufaddal_vohra) May 16, 2023
/anm-bengali/media/agency_attachments/IpyOoxt2orL626OA8Tlc.png)
Follow Us