সেমিফাইনালে সেঞ্চুরি ঝড় জেমিমা রডরিগেজের — ভারতের ফাইনালে ওঠার নায়িকা

দুর্দান্ত ব্যাটিংয়ে দলকে জয়ের পথে নিয়ে গেলেন জেমিমা; তার সেঞ্চুরিতে ভর করেই অস্ট্রেলিয়াকে হারিয়ে ফাইনালে টিম ইন্ডিয়া।

author-image
Aniket
আপডেট করা হয়েছে
New Update
8ucsag0s_jemimah_625x300_30_October_25

File Picture

নিজস্ব সংবাদদাতা: ২০২৫ নারী ক্রিকেট বিশ্বকাপের সেমিফাইনালে অস্ট্রেলিয়ার বিরুদ্ধে দুর্দান্ত ইনিংস খেললেন ভারতের তরুণ তারকা জেমিমা রডরিগেজ। তিনি খেলেন দৃষ্টিনন্দন এক শতরান, যা ভারতকে ফাইনালে পৌঁছে দেওয়ার ক্ষেত্রে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে।

G2HXn2SWcAAAaN9